মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত কাউন্সিলর সৈয়দ মো: সোহেলের ঘনিষ্ঠ বন্ধু ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার সাড়ে ৮ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি কার্যালয়েল আনা হয়। সন্ধ্যা সাড়ে ৫ টায় ডিবি পুলিশের গাড়ি করে পুলিশ সুপার কার্যালয় থেকে বের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল ছোট ভাই জুয়েল। তিনি জানান, আমার ভাই সুস্থ্য আছেন। ডিবির গাড়িতে থাকায় এলাকাবাসী সন্দেহ করেছে। তাই গাড়ি থেকে নামিয়ে বাবুল ভাইকে মোটরসাইকেল করে বাড়িতে নিয়ে গেছে এলাকাবাসী।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুর রহীম জানান, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
তবে পুলিশের একটি বিশেষ সূত্রে জানা যায়, কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ড ঘটনায় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল কে মামলার তথ্যসমূহ যাচাই-বাছাই করার জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষ তাকে ছেড়ে দেয়া হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page