সুষ্ঠু নির্বাচন আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে -কায়কোবাদ

মনির হোসাইন।।
স্বৈরাচার সরকারকে যেভাবে জনগণ ঐক্যবদ্ধ ভাবে হটিয়েছেন, ঠিক সেই ভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

শনিবার (৩ মে) বিকেল সোয়া ৫টায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনাদের সংস্কারের প্রয়োজন নেই। আপনারা সংস্কার প্রস্তাব রেখে দ্রুত নির্বাচন দেন। আপনাদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কাজ করবেন গণতান্ত্রিক সরকার।

উপদেষ্টাদের উদ্দেশ্য করে কায়কোবাদ বলেন, আওয়ামী লীগ আরও কিছুদিন ক্ষমতায় থাকলে প্রধান উপদেষ্টাকেও কারাগারের স্বাদ গ্ৰহণ করতে হতো।

জনসভা বিকেল ৪টায় শুরু হলেও দুপুর থেকেই নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলে এসে জমায়েত হোন। নেতাকর্মীদের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিকেল চারটার আগেই পরিপূর্ণ হয়ে পরে জনসভাস্থল। জনসভায় উপস্থিত জনতার মধ্যে পুরুষের সঙ্গে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, সাবেক মেজর শাজাহান, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন,, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া,
কুমিল্লা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ,মুরাদনগর উপজেলা হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর।

উপজেলা যুবদলের আহ্বায়ক মীর হাসান, মীর শরীফ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট নাসির উদ্দিন, মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাইম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা ফারুক সরকার মজিব। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সকল শ্রেনীপেশার ১০ সহস্রাধিক নারীপুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page