সোনার বাংলা গড়তে মানুষ গড়ার কারিগর সোনার বাংলা কলেজ -অতিরিক্ত পুলিশ সুপার ইমন

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লা বোর্ডের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সোনার বাংলা কলেজ রোভার স্কাউট দলের উদ্যোগে কোভিদ ১৯ মাক্স পড়ুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচান, স্বাস্থ্য সচেতনতা ও মাক্স ব্যবহারের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভরাসার বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সেলিম রেজা সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন। সহকারি অধ্যাপক মাসুদ পারভেজের পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, প্রভাষক সাইদুর রহমান, শরীরচর্চা শিক্ষক আবুল কালাম আজাদসহ কলেজের শিক্ষক মন্ডলী, রোভার স্কাউট দল, বাজারের ব্যবসায়ী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বলেন, সোনার বাংলা কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম, দায়িত্ববোধ গড়ে তোলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সুশিক্ষিত নাগরিক গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

এরই ধারাবাহিকতায় কলেজের রোভার স্কাউট দলের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। উল্লেখ্য, আলোচনা শেষে প্রধান অতিথি কয়েকজনকে মাক্স পরিধান করা এবং পরবর্তীতে কলেজের শিক্ষক মন্ডলী, রোভার স্কাউট দল বাজারের অলিগলিতে ঘুরে যাদের মাস্ক নেই, তাদেরকে মাক্স পরিধান করান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page