০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় আপন দুই ভাইসহ কুমিল্লার তিন যুবক নিহত

  • তারিখ : ১২:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • 26

নেকবর হোসেন।।
সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দূর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১ টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ ফারুক (২৪), মোঃ পারভেজ (২১), আবুল বাশারের ছেলে মোঃ সাদ্দাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান হিরণ।

পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান হিরণ বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন৷ মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও ও কোম্পানিতে নিয়ে যায় ফারুক।

অপরদিকে সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জামান।

বৃহস্পতিবার দুপুরে বাজারের উদ্দেশ্য প্রাইভেটকার নিয়ে বের হয় ফারুক। চালকের আসনে ফারুকের সাথে তার ছোট ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলো। আল কাসিম শহরে পৌছার আগে রাস্তায় মোড় নেয়ার সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন আমরা ঘটনা শুনেছি। ওই পরিবারের সাথে যোগাযোগ করেছি। তাদের জন্য আইনি সহয়তার জন্য যা প্রয়োজন তা সবই করবো।

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন , মরদেহ দেশে আনার জন্য ওই পরিবারগুলোকে সব রকমের সহযোগিতা দেয়া হবে।

error: Content is protected !!

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় আপন দুই ভাইসহ কুমিল্লার তিন যুবক নিহত

তারিখ : ১২:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

নেকবর হোসেন।।
সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দূর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১ টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ ফারুক (২৪), মোঃ পারভেজ (২১), আবুল বাশারের ছেলে মোঃ সাদ্দাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান হিরণ।

পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান হিরণ বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন৷ মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও ও কোম্পানিতে নিয়ে যায় ফারুক।

অপরদিকে সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জামান।

বৃহস্পতিবার দুপুরে বাজারের উদ্দেশ্য প্রাইভেটকার নিয়ে বের হয় ফারুক। চালকের আসনে ফারুকের সাথে তার ছোট ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলো। আল কাসিম শহরে পৌছার আগে রাস্তায় মোড় নেয়ার সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন আমরা ঘটনা শুনেছি। ওই পরিবারের সাথে যোগাযোগ করেছি। তাদের জন্য আইনি সহয়তার জন্য যা প্রয়োজন তা সবই করবো।

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন , মরদেহ দেশে আনার জন্য ওই পরিবারগুলোকে সব রকমের সহযোগিতা দেয়া হবে।