জহিরুল হক বাবু।।
কুমিল্লা–৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) আসনে হাজী আমিন উর রশিদ ইয়াসিনকে ধানের শীষের মনোনয়ন দেন। কুমিল্লার তরুণ প্রজন্ম তাকে বিজয়ী করবে। তরুণদের একচেটিয়া ভোটে হাজী আমিন উর রশিদ ইয়াসিন বিজয়ী হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এসব কথা বলেন কুমিল্লার তরুণরা।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লা জিলা স্কুল থেকে শুরু হয়ে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে এলাকায় তারুণ্যের ভাবনায় GEN–Z 3500 এর আয়োজিত তরুণদের মিছিল ও সমাবেশে এসব কথা বলেন কুমিল্লার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় তরুণরা।
বক্তব্যে তারা বলেন, কুমিল্লার তরুণরা তারুণ্যকে নিয়ে ভাবনা চিন্তা আছে এমন প্রার্থীকে চায়। তারা সৃষ্টিশীল ও কুমিল্লার কল্যাণমুখী মানুষকে নির্বাচনে চায়। সে ক্ষেত্রে হাজী আমিন উর রশিদ ইয়াসিন এক অনন্য নাম।
এ সময় বত্তবে শিক্ষার্থীর আরো বলেন, জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিবাদ সরকার পতনের যে আন্দোলন হয়েছিল প্রত্যেক আন্দোলনে আমরা হাজী আমিন উর রশিদ ইয়াসিন ভাইকে পেয়েছি। তিনি আমাদের আন্দোলনে আহত হওয়ার পর হাসপাতালে দেখতে যেতেন, কারাগারে গেলে পরিবারের খোঁজ রাখতেন, আন্দোলন সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে কুমিল্লার তরুণরা তার প্রতি অভিভূত। তিনি রাজনীতির ঊর্ধ্বেও একজন অনুপ্রেরণার মানুষ। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে আন্দোলন সংগ্রাম ও এত ত্যাগ স্বীকার করার পরেও দলটাকে মনোনয়ন দেয়নি। এটা তার জন্য যেমন দুঃখজনক তেমনি কুমিল্লার মানুষের জন্য দুঃখজনক। কারণ কুমিল্লার মানুষ হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে বিজয় করার অপেক্ষায় মুখিয়ে ছিল। কুমিল্লার মানুষ জাতীয়তাবাদী দলের এই সিদ্ধান্তে হতাশ। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলবো কুমিল্লায় হাজী ইয়াছিনের বিকল্প একমাত্র হাজী আছি নিজেই।
তারুণ্যের এই ভিন্ন রকম উদ্যোগে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শুভ রাতি শাহজাদি মেমোরিয়াল স্কুলের ছাত্রী প্রার্থনা নূর মুনিয়া, ইস্পাহানি স্কুল এন্ড কলেজ ছাত্রী রিয়ানা বিনতে হাসান, মেহেক রোশন, বাখরাবাদ হাই স্কুল এর ছাএী মেহেক রোশন, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তৌসিফ আহমেদ, নবাব ফয়জুন্নেসা স্কুল এন্ড কলেজের ছাএী সানজিদা ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মো. হামজা, কুমিল্লা সরকারি কলেজের ছাত্র তাশাউপ আমিন, ইস্পানি স্কুল এন্ড কলেজের ছাত্র সাব্বির আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফখরুদ্দিন রাজিব, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র মেহেদী হাসান রবিন ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোহনা ইসলাম।
এদিকে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়নের দাবিতে গত ৮ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
৩ নভেম্বর রাতে সমর্থকরা মহাসড়ক অবরোধের মাধ্যমে আন্দোলনের সূচনা করেন। পরদিন নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
৫ নভেম্বর অনুষ্ঠিত হয় নারীদের সমাবেশ। ৬ নভেম্বর ইয়াছিনের সমর্থকেরা নফল রোজা রেখে গণ–ইফতারের আয়োজন করেন।
৭ নভেম্বর জুমার নামাজের পর কুমিল্লার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর কান্দিরপাড় পূর্বালী চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয়।
৯ নভেম্বর কারা নির্যাতিত বিএনপির পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। আর ১০ নভেম্বর পালিত হলো তারুণ্যের সমাবেশ।
সমাবেশে শিক্ষার্থীরা ঘোষণা দেন, হাজী ইয়াছিনকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। তারা আরও জানান, আগামীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার–ফেস্টুন প্রদর্শন, মানববন্ধন ও তরুণদের নিয়ে মতবিনিময় সভাও করা হবে।











