
গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
পীরে তরিকত হযরত সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
সংগঠনের চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, আওলাদে রাসূল আল্লামা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)-এর নাতি এবং গাউছে জামান হযরত মাওলানা শাহসূফী সৈয়দ শফিউল বশর আল মাইজভাণ্ডারী (ক.)-এর বড় শাহজাদা হযরত সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী ছিলেন আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল প্রদীপ।
সূফিবাদী আদর্শে তাঁর অবিচল আস্থা ও বিশ্বাস প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি সুস্থ ও সুন্নীয়তভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একজন সিপাহসালার ছিলেন। তাঁর ইন্তিকালে তরিকত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।