হিন্দুদের গঙ্গাস্নান; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত প্রায় দশ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে৷ এ ছাড়া কাঁচপুর থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্তও আরও দশ কিলোমিটার এলাকায় যানজট আছে৷

মঙ্গলবার মধ্যরাত থেকেই যানজট দেখা দেয় তবে বুধবার ভোর থেকেই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই যানজট তীব্র হতে শুরু করে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন।

তিনি বলেন, প্রতিবছর নারায়ণগঞ্জের কাঁচপুর থানার নাঙ্গলবন এলাকায় হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা গঙ্গাস্নানে আসেন। সারাদেশ থেকে ৮-১০ লাখ মানুষ এ স্নানে অংশ নিতে আসেন। মঙ্গলবার রাতে সারাদেশ থেকে আগত মানুষ জড়ো হয়েছেন সেখানে। ফলে রাত আড়াইটার দিক থেকে মহাসড়ক পর্যন্ত মানুষের সমাগম বেড়ে গেছে। এতে যানজট শুরু হয়েছে।

সেই যানজট কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর হয়ে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যানজটের পর থেকেই আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোনো ফল আসছে না। ২০-৪০ মিনিট থেমে থাকার পর সামান্য একটু এগোয় গাড়িগুলো। আবার আটকে থাকতে হয়।

এ ছাড়া সকালে ঢাকা-সিলেট মহাসড়কেও যানজট ছিল৷ তবে সময় বাড়ার সাথে সাথে এ যানজট কমতে শুরু করেছে বলে জানান ভুলতা ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক ৷

তিনি বলেন, লাঙ্গলবন্দ স্নানোৎসবকে ঘিরে বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জের বন্দরে প্রচুর মানুষ আসছেন৷ তাদের রাস্তা পারাপারের সুবিধা করে দেওয়ার জন্য যানবাহন সিগন্যালে রাখতে হচ্ছে৷ এতে যানজট সৃষ্টি হয়েছে৷

কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, যানজটের সূত্রপাত নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে কুমিল্লায় দিয়ে গেছে। যানজটের দৈর্ঘ্য ৫০ কিলোমিটারের মতো হলেও কুমিল্লায় যানজট আছে ১০ কিলোমিটার।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page