
সোনিয়া আফরিন।।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় “গুণী শিক্ষক (কারিগরি শাখা)” হিসেবে নির্বাচিত হয়েছেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম।
জানা গেছে, শিক্ষকতা জীবনে তিনি সৃজনশীল ও আধুনিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে পাঠদান করে আসছেন। পাশাপাশি ডিজিটাল কনটেন্ট তৈরি ও অনলাইন ক্লাস পরিচালনায়ও অর্জন করেছেন বিশেষ দক্ষতা।
করোনা মহামারির সময় দেশের বিভিন্ন অনলাইন স্কুলে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে রাখেন উল্লেখযোগ্য ভূমিকা। বিদ্যালয়ে হাতে-কলমে কারিগরি শিক্ষা প্রদানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জেনারেল মেকানিক্যাল ট্রেড-এর শিক্ষার্থীদের তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষাদানে তাঁর রয়েছে বিশেষ পারদর্শিতা।
উপজেলা পর্যায়ে “গুণী শিক্ষক (কারিগরি)” নির্বাচিত হওয়ায় মো. নজরুল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।