সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের যুব স্বেচ্ছাসেবী ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে চান্দেরচর ইউনিয়নের যুব স্বেচ্ছাসেবী ফোরাম’র নবগঠিত কমিটির সভাপতি রোবায়েত আহম্মেদ (জয়) এর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. সামসুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাদারণ সম্পাদক মো. আক্তার হোসেন।
আরো বক্তব্য রাখেন চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মো. আবু তাহের ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা যুব স্বেচ্ছাসেবী ফোরাম’র প্রতিষ্ঠাতা মো. সাঈদ আলম, সাংবাদিক মো. আলআমিন শাহেদ, মো. আলাউদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, মাথাবাঙ্গা ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবী ফোরাম’র সভাপতি মো. আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলামিন চৌধুরী, চান্দেরচর ইউনিয়নের যুব স্বেচ্ছাসেবী ফোরাম’র সিনিয়র সহ-সভাপতি মো. ফয়েজ আহমেদ ও নির্বাহী সদস্য মির্জা আব্বাস প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চান্দেরচর ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবী ফোরাম’র সাধারণ সম্পাদক শাহিদ আহমেদ আবির।
আরো দেখুন:You cannot copy content of this page