সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ওমর আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা পৌরসভার ৯ নং ওয়ার্ডের লটিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর আলী লটিয়া গ্রামের মো. আক্কেল আলীর ছেলে।
পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আশিকুল ইসলাম জানান তার বিরুদ্ধে ঢাকার রামপুরা থানায় একধিক মাদক রয়েছে।
হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গ্রেফতারকৃত ওমর আলী ঢাকার রামপুরা বসবাস করেন। সে একাধিক মামলার ওয়ারেন্টের অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে কোর্টে চালান করা হয়েছে।