১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় আইনজীবী আজাদ হত্যা মামলার চার্জশিটে আওয়ামী লীগ-বিএনপির ৩৫ জনের নেতাদের নাম রেজিস্টার অফিস স্থাপনের মধ্য দিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু — ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও স্কাফসহ ৩ জন গ্রেফতার কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে বিষপ্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন কুমিল্লায় প্রেমিককে ৪ টুকরো করে হত্যা; দুই দিন পর মিলাদ ও খিচুড়ি বিতরণ বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড

হোমনায় নিখাঁজের ১৮ দিন পর স্কুল ছাত্রের মরদহ উদ্ধার

  • তারিখ : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • 2

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় নিখোঁজের ১৮ দিন পর মো. হৃদয়(১২) নামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের (লাশ) কাটা অংশ উদ্ধার করছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজলার ঘনিয়ারচর গ্রামের কালু শাহ’র বাড়ীর পাশের নদীতে তার লাশের নিম্ন অংশের সন্ধান মেলে। পরে তার পরিবার তার পড়নের পেন্ট দেখে লাশ সনাক্ত করে।

মো. হৃদয় উপজলার চিৎপুর গ্রামের মো, নাসির উদ্দিনের ছেলে। ও আছাদপুর হাজী সিরাজ দৌলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গত ১১ জুন শনিবার হৃদয় বাড়ি থেকে নিখোঁজ হন র্মমে হোমনা থানায় সাধারণ ডায়েরী করেন তার চাচা এনায়ত। ডায়েরী নং৫৪৫ তারিখ-১২/৬/২০২২ ইং

হৃদয়ের চাচা এনায়েত জানান, গত ১১ জুন সকালে তার বন্ধুদের সাথ নদীতে গোসল করতে গিয়ে তার এক বন্ধুর সাথে ঝগড়া হয় বলে তার বন্ধুর বাবা মা পিয়াস ও লাভলী বেগম বাড়িতে এসে বকা ঝকা করে এবং তাকে পাইলে দেখে নিবে বলে হুমকি দিয়ে যায় । এর পর থেকে তাকে(হৃদয়)কে পাওয়া যাচ্ছে না । সম্ভাব্য সকল জায়গায় খুজে না পেয়ে পর দিন ১২ জুন হােমনা থানায় একটি নিঁখােজ ডায়রী করি।

এ দিকে নও মুসলিম পিয়াস – লাভলী ও তার পরিবারের চালচলন ও গতিবিধি সন্দেহ জনক মনে হওয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি ।

১৮দিন পর আজ তার লাশের কাটা নিম্নাংশের সন্ধান পায় পুলিশ। এ সময় তার প্রেন্ট দেখে আমরা তার লাশ চিহ্নিত করি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, আজ নদী থেকে একটি বাচ্চার দেহের নিম্নাংশ উদ্ধার করা হয়েছে। উপরের অংশ উদ্ধারে কাজ করছে পুলিশ। পুরো লাশ পাওয়া গেলে লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হবে। কােন অভিযােগ পাইনি অভিযােগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হব। এদিকে পিয়াস ও লাভলী বেগমের মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

হোমনায় নিখাঁজের ১৮ দিন পর স্কুল ছাত্রের মরদহ উদ্ধার

তারিখ : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় নিখোঁজের ১৮ দিন পর মো. হৃদয়(১২) নামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের (লাশ) কাটা অংশ উদ্ধার করছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজলার ঘনিয়ারচর গ্রামের কালু শাহ’র বাড়ীর পাশের নদীতে তার লাশের নিম্ন অংশের সন্ধান মেলে। পরে তার পরিবার তার পড়নের পেন্ট দেখে লাশ সনাক্ত করে।

মো. হৃদয় উপজলার চিৎপুর গ্রামের মো, নাসির উদ্দিনের ছেলে। ও আছাদপুর হাজী সিরাজ দৌলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গত ১১ জুন শনিবার হৃদয় বাড়ি থেকে নিখোঁজ হন র্মমে হোমনা থানায় সাধারণ ডায়েরী করেন তার চাচা এনায়ত। ডায়েরী নং৫৪৫ তারিখ-১২/৬/২০২২ ইং

হৃদয়ের চাচা এনায়েত জানান, গত ১১ জুন সকালে তার বন্ধুদের সাথ নদীতে গোসল করতে গিয়ে তার এক বন্ধুর সাথে ঝগড়া হয় বলে তার বন্ধুর বাবা মা পিয়াস ও লাভলী বেগম বাড়িতে এসে বকা ঝকা করে এবং তাকে পাইলে দেখে নিবে বলে হুমকি দিয়ে যায় । এর পর থেকে তাকে(হৃদয়)কে পাওয়া যাচ্ছে না । সম্ভাব্য সকল জায়গায় খুজে না পেয়ে পর দিন ১২ জুন হােমনা থানায় একটি নিঁখােজ ডায়রী করি।

এ দিকে নও মুসলিম পিয়াস – লাভলী ও তার পরিবারের চালচলন ও গতিবিধি সন্দেহ জনক মনে হওয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি ।

১৮দিন পর আজ তার লাশের কাটা নিম্নাংশের সন্ধান পায় পুলিশ। এ সময় তার প্রেন্ট দেখে আমরা তার লাশ চিহ্নিত করি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, আজ নদী থেকে একটি বাচ্চার দেহের নিম্নাংশ উদ্ধার করা হয়েছে। উপরের অংশ উদ্ধারে কাজ করছে পুলিশ। পুরো লাশ পাওয়া গেলে লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হবে। কােন অভিযােগ পাইনি অভিযােগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হব। এদিকে পিয়াস ও লাভলী বেগমের মোবাইলটি বন্ধ পাওয়া যায়।