হোমনায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও জাল বিতরণ

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় নিবন্ধিত জেলেদের মাঝে ৩০ টি সেলাই মেশিন ২০ টি বেড়জাল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদের সামনে চত্বরে জেলেদের মাঝে সেলাই মেশিন ও মাছ ধরার জাল বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা- তিতাসের আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।

উপজেলা নির্বাহি কর্মকতা রুমন দে’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগম, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনা, ওসি আবুল কায়েস আকন্দ, উপজেলা মৎস্য অফিসার মো. শাহেনুর মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামন খোকন, যুগ্ম সাধারন সম্পাদক গাজী ইলিয়াস, যুবলীগের সেক্রেটারি কাউসার আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান মনির, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, হাঁড়ির খোঁজে বাড়ি’র পরিচালক আবদুস সালাম ভূইয়াসহ ইউপি চেয়ারম্যান্যগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে,৩০ টি সেলাই মেশিন ও ২০ টি বেড়জাল ২০ টি গ্রুপে ৫ জন করে ১০০ জনের মাঝে বিতরন করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page