হোমনায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও হোমনা সরকারি ডিগ্রি কলেজের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় কলেজের চত্বরে বধ্য স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বলন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে ও প্রভাষক খাইরুল হাসান শিপনের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ওসি মো. সাইফুল ইসলাম, কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা গাজী ইলিয়াছ ও মোয়াজ্জেম হোসেন।

বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,খন্দকার হুমায়ুন কবির,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, কৃষকলীগের সভাপতি মনির হোসেন,ছাত্রলীগের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ।

এর আগে বুদ্ধিজীবিদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মাইনুদ্দিন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page