
সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। নিলখী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে মঙ্গলবার নিলখী উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.রাশেদুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, হোমনা সেচ্ছাসেবী ফোরাম এর প্রতিষ্ঠাতা সাইদ আলম, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ হোমনা সেচ্ছাসেবী ফোরাম -নিলখী ইউনিয়ন শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরে শিক্ষার্থীদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি প্রায় ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।