২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০১৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও বিচারের রায় অবিলম্বে কার্যকরের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন সিআইপি।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ফারুক আহমেদ মিয়াজী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, দফতর সম্পাদক নান্টু দেবনাথ, বন ও পরিবেশ সম্পাদক নিজাম চৌধুরী, উপ দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, ফখরুল ইসলাম ফরহাদ, মোস্তফা কামাল, মাইন উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাঈমুর রহমান মজুমদার মাসুম, কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী।

পৌরসভা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া নাসির উদ্দিন, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালি উল্যাহ, চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব লিটন, জগন্নাথ দীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, কাউন্সিলর মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা পদক্ষিণ করে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page