নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, করোনাকালে এ দেশের কৃষক ও কৃষি বিদেরাই দেশের অর্থনীতিকে সচল রেখেছে।
কুমিল্লার কৃষকরা জেলার চাহিদা মিটানোর পরও অতিরিক্ত খাদ্য উৎপাদন করে দেশের মানুষকে খাদ্য সংকট থেকে রক্ষা করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসির সময়োপযোগী পদক্ষেপ আমাদের কৃষি ও কৃষক রক্ষা পেয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সপ্ন দেখেছিলেন। তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাািসনা সুযোগ্য নেতৃত্বে ও মাননীয় কৃষি মন্ত্রীর দিকনিদের্শনায় কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষিকে এগিয়ে নেয়ার জন্য ২২ রকম প্রণোদনা কর্মসূচী প্রদান করছেন। কৃষিকে আধুনিকায়ন করতে কৃষি যান্ত্রীকিকরণের কর্মসূচী গ্রহণ করেছেন। সবাই মিলে হাতে হাত রেখে কাজ করলে দেশের উন্নতি ও কৃষি আরো সমৃদ্ধ হবে।
সোমবার (২৪ জানুয়ারী) শহরতলীর বলরামপুর দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কৃষক সদস্যেদের কৃষি জমিতে পানি সরবরাহের জন্য ভূ-গর্ভস্থ সেচনাল (বারিড পাইপ) নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.এর চেয়ারম্যান মো.আবু তাহের মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, দূর্গাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আমিনুল হক, মহানগর আওয়ামী লীগ নেতা এনামুল হক এনাম, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী ফখরুল ইসলাম রুবেল, ইউপি মেম্বার রেজাউল করিম রাজন, মাহাবুবুর রহমান, মো. আলাউদ্দিন,মহিলা মেম্বার ফারহানা আক্তার পান্না, নবনির্বাচিত মেম্বার কামরুল হাছান, সমিতির ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্বপন, দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুব আলম পল্লব, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রোটারিয়ান এম এ হান্নান প্রমুখ।
উল্লেখ্য, জাইকার অর্থয়নে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে দিদার সমিতির কৃষক সদস্যেদের কৃষি জমিতে পানি সরবরাহের জন্য ভূ-গর্ভস্থ সেচনাল (বারিড পাইপ) নির্মাণ করছে আদর্শ সদর উপজেলা পরিষদ।
আরো দেখুন:You cannot copy content of this page