মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামের কৃতি সন্তান আ. ক. ম. গিয়াস উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে……….রাজেউন।
সোমবার রাত ৯.৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন ছেলে ও আত্মীস্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আ. ক. ম. গিয়াস উদ্দিন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ছাত্রলীগের মাধ্যমে সূচনা করেন। তিনি মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে ৩বার বিভিন্ন পদে ছিলেন। প্রথম বার কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে সদস্য পদে, দ্বিতীয়বার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সর্বশেষ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের পদে দায়িত্ব পালন করে ছিলেন। রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রে তিনি শ্রীকাইল কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
মঙ্গলবার বিকেল ৩টায় মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা পূর্ব পাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজের যানাজা শেষে নিজ গ্রামের স্থানীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের সাবেক এই নেতার মৃত্যুতে, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল,কেন্দ্রী যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক নাঈম খানঁসহ বিভিন্ন সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরো দেখুন:You cannot copy content of this page