
নেকবর হোসেন।।
কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বিবির বাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শনিবার ভোরে জেলার কোতোয়ালী থানার বিবির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মোঃ আবদুস সাত্তার (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করে র্যাব।
আটককৃত আবদুস সাত্তার জেলার কোতোয়ালি থানার বিবির বাজার গাজীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।