নেকবর হোসেন।।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্ প্রতি বছরের ন্যায় এবারও ডুমুরিয়া চাঁন্দপুর জাবাল আল – নুর সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আযোজিত প্রায় শতাধিক হৃতদ্ররিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
২রা এপ্রিল (শনিবার) বাদ যোহর জাবাল আল -নুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে নাজির মসজিদ মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সংস্থার আহবায়ক সাংবাদিক শাহ্ আলম শফির সভাপতিত্বে মোরশেদ আলম এর সংঞ্চালনায় আহবায়ক কমিটির সম্মানীত সদস্য কাউসার আহম্মেদ,মোহাম্মদ আলী, জামাল খন্দকার, মোহাম্মদ আলী সাধু,ওবায়েদুল হক, মঞ্জুরুল আলম,কবি কাওছার, জাহাগীর আলম,শাহ জাহান, আব্দুল ওয়াদুদ প্রমুখ এর উপস্থিতিতে স্থানীয় এলাকা বাসীর সার্ভিক সহয়োগীতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংস্থার আহবায়ক সাংবাদিক শাহ্ আলম শফি বলেন ২০১৬ সালে ডুমুরিয়া চাঁন্দপুর মধ্যপাড়ার কতেক যুবক সামাজিক উন্নয়ন মূলক কাজ করার লক্ষে জাবাল আল- নুর সমাজ কল্যাণ সংস্থা নামে এই সংস্থাটি আন্মপ্রকাশ করে, প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষা, চিকিৎসা কন্যা দায়গ্রস্থ পিতামাতা,হৃতদ্ররিদ্র পরিবারের মাঝে ত্রাণ জাবাল আল-নুর সমাজ কল্যাণ সংস্থা।