মো. জাকির হোসেন।।
বুধবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা প্রদান ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সাহেব আলী, সংবর্ধিত ইউপি সদস্য যথাক্রমে মোঃ জাকির হোসেন সাংবাদিক, মোঃ শাহ আলম, মোঃ নরুল ইসলাম, কাউসার আহমেদ, রোমানা মিলি।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ।
অনুষ্ঠানে সংবর্ধিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য গণ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর ফুলেল শুভেচছা জানিয়ে সিক্ত করেন। সংবর্ধিত অতিথি গন ফুলেল ভাল বাসায় অভিভূত হন। বিদ্যালয়ের নানাহ সমস্যা নিয়ে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন ক্ষুদে শিক্ষার্থী মারুফ হোসেন চৌধুরী।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি গন পুরস্কার বিতরণ করেন।