স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম ফাউন্ডেশন এর উদ্যোগে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের দেড় সহ¯্রাধিক নেতা কর্মী শনিবার টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পূষ্পস্তক অর্পনের মাধ্যামে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।
জানাগেছে, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও চৌদ্দগ্রাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে শনিবার ৩৫টি গাড়ি যোগে চৌদ্দগ্রামের দেড় সহস্রাধিক নেতা কর্মী টুঙ্গি পাড়া পৌঁছে।
সেখানে তারা প্রথমে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পূষ্পস্তক অর্পনের মাধ্যামে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয় ও কবর জিয়ারতে অংশ নেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ইদ্রিছ মিয়াজী, সাবেক পৌর পেনেল মেয়র নজরুল ইসলাম কামাল, আওয়ামীলীগ নেতা কাজী ইকবাল সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
ফেরার পথে তারা জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতুর সৌন্দয্য অবলোকন করেন।