০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

“ মুসাফির এর বয়ান “ সৈয়দা মঈন

  • তারিখ : ০১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • 239

সৃষ্টি কুলের নিকট মহিমাময় মাসের সালাম দিয়া মুসাফির হাজির ।।।
সার্থের চিনতায় বিভোর হইয়া কি হইবে সময় তো মাএ দুই দিন !!! অতি সত্তর ফুরাইয়া যাইবে এই সাজ্ঞ লীলা . মুসাফির এর ঝুলিতে মালিকের পয়গাম রহিয়াছে কি সেই পয়গাম ??
বুঝিয়া ও কেহ বোধগম্য করিতে চায় না !!!
আফসোস ….. বুঝিলে যদি সম্পদ এর ভান্ডার এ টান পরিয়া যায় !!!
ওহে সৃষটি কুল নকল খর কুটা লইয়া মাতিয়া রহিলা
আপন ভুবন বানানোর কাজে ব্যস্ত রহিলা
একবার ও ভাবিয়া দেখিলা না সত্যিই আপন বলতে কি কিছু আছে ???
ভালবাসা বুঝিতে পারিলে না ব্যস্ত রহিয়া গেলা
নয় আর ছয় পয়সার হিসাব নিয়া ।।।
বেলা শেষে যে একটা চরম হিসাবের মুখামুখি হইতে হইবে
বেমালুম ভুলিয়া গেলে ???
কি খেলায় সময় হারাইলে মালিকের অমুল্য বানী গুলা কতবার ই না মুসাফির তোমাকে যানাইতে চাহিল তুমি নির্বোধ তাই অন্তর চক্ষু
বন্ধ করিয়া রাখিলে !!!
মুসাফির গাছতলায় বসিয়া জিকির এর ভজ্ঞিতে মালিকের পয়গাম বলিয়া যায় তুমি তাকে পাগল বলিয়া উপেক্ষা কর
ধোঁকাবাজির এই কারখানায় তুমি ডুবিয়া রহিলে !!!!
সাঁঝের বেলায় হন্য হইয়া খুজিয়া বেড়াইবে
যদি মালিকের দয়া হয় কুলের নাগাল পাইলেও
পাইতে পার
মুসাফির কত কঠিন ভাষায় কথোপথন করে
অন্তর দিয়া পড় বুঝিতে কষ্ট হইবে না
সবই প্রেমিক এর পয়গাম .
অতি মহব্বত এর সাথে তিনি সৃষ্টি করিয়াছিলেন
অধম তুমি আর আমি মালিকের সাথে ভালবাসা বিনিময় করিতে পারিলাম না !!!
মুসাফির তো মালিক চিনিতে পারিয়াছে
তাইতো গাছতলায় মহল বানাইয়াছে .
তার না আছে হারাবার না আছে কিছু পাবার
মালিকের ভালবাসায় পরিপুরন হইয়া সে দ্বারে
দ্বারে ঘুরিয়া বেড়ায় পয়গাম লইয়া
বুকের পাঁজর টাকে নাডা দিয়া দেখ
সময় থাকিতে পথ ধর
সুর্য ডোবার পালা !!! সারে তিন হাত
অন্ধকার বাসভবন আলোক সজজা নাই ॥॥॥
পরিষেশে ।।।
মুসাফির মুছরে আখি জল
ফিরেচল আপনারে নিয়া
ধারাবাহিক (চলবে)

error: Content is protected !!

“ মুসাফির এর বয়ান “ সৈয়দা মঈন

তারিখ : ০১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

সৃষ্টি কুলের নিকট মহিমাময় মাসের সালাম দিয়া মুসাফির হাজির ।।।
সার্থের চিনতায় বিভোর হইয়া কি হইবে সময় তো মাএ দুই দিন !!! অতি সত্তর ফুরাইয়া যাইবে এই সাজ্ঞ লীলা . মুসাফির এর ঝুলিতে মালিকের পয়গাম রহিয়াছে কি সেই পয়গাম ??
বুঝিয়া ও কেহ বোধগম্য করিতে চায় না !!!
আফসোস ….. বুঝিলে যদি সম্পদ এর ভান্ডার এ টান পরিয়া যায় !!!
ওহে সৃষটি কুল নকল খর কুটা লইয়া মাতিয়া রহিলা
আপন ভুবন বানানোর কাজে ব্যস্ত রহিলা
একবার ও ভাবিয়া দেখিলা না সত্যিই আপন বলতে কি কিছু আছে ???
ভালবাসা বুঝিতে পারিলে না ব্যস্ত রহিয়া গেলা
নয় আর ছয় পয়সার হিসাব নিয়া ।।।
বেলা শেষে যে একটা চরম হিসাবের মুখামুখি হইতে হইবে
বেমালুম ভুলিয়া গেলে ???
কি খেলায় সময় হারাইলে মালিকের অমুল্য বানী গুলা কতবার ই না মুসাফির তোমাকে যানাইতে চাহিল তুমি নির্বোধ তাই অন্তর চক্ষু
বন্ধ করিয়া রাখিলে !!!
মুসাফির গাছতলায় বসিয়া জিকির এর ভজ্ঞিতে মালিকের পয়গাম বলিয়া যায় তুমি তাকে পাগল বলিয়া উপেক্ষা কর
ধোঁকাবাজির এই কারখানায় তুমি ডুবিয়া রহিলে !!!!
সাঁঝের বেলায় হন্য হইয়া খুজিয়া বেড়াইবে
যদি মালিকের দয়া হয় কুলের নাগাল পাইলেও
পাইতে পার
মুসাফির কত কঠিন ভাষায় কথোপথন করে
অন্তর দিয়া পড় বুঝিতে কষ্ট হইবে না
সবই প্রেমিক এর পয়গাম .
অতি মহব্বত এর সাথে তিনি সৃষ্টি করিয়াছিলেন
অধম তুমি আর আমি মালিকের সাথে ভালবাসা বিনিময় করিতে পারিলাম না !!!
মুসাফির তো মালিক চিনিতে পারিয়াছে
তাইতো গাছতলায় মহল বানাইয়াছে .
তার না আছে হারাবার না আছে কিছু পাবার
মালিকের ভালবাসায় পরিপুরন হইয়া সে দ্বারে
দ্বারে ঘুরিয়া বেড়ায় পয়গাম লইয়া
বুকের পাঁজর টাকে নাডা দিয়া দেখ
সময় থাকিতে পথ ধর
সুর্য ডোবার পালা !!! সারে তিন হাত
অন্ধকার বাসভবন আলোক সজজা নাই ॥॥॥
পরিষেশে ।।।
মুসাফির মুছরে আখি জল
ফিরেচল আপনারে নিয়া
ধারাবাহিক (চলবে)