কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ সার্কেল এএসপি স্পিনা রানী প্রামাণিক

সোনিয়া আফরিন।।
কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এএসপি সার্কেল নির্বাচিত হলেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক।

এ কৃতিত্বের জন্য হোমনা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সেপ্টেম্বর মাসে সার্কেলাধীন থানা সমূহের মামলা তদন্ত ও নিষ্পত্তি, গ্ৰেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার, থানার পরিবেশ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত করা হয়।

আজ বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান,বিপিএম বার এএসপি স্পিনা রানী প্রামাণিককে কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।

এ সময় জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্মাননা পুরস্কার তার দায়িত্ব ও কর্তব্যে কী প্রভাব পড়বে জানতে চাইলে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক বলেন, আসলে প্রতিটি স্বীকৃতিই কর্ম স্পৃহা আরো বাড়িয়ে দেয়।
তিনি হোমনা সার্কেলের সকল প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page