৩ য় বারের মতো ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচিত জাহাঙ্গীর সওদাগর

রাজিব হোসেন জয়, দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চিনামূড়া লক্ষ্মী নারায়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২২ এ অভিভাবক সদস্য পদে ৩য় বারের মতো মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. কে. এম জাহাঙ্গীর আলম।

তিনি জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংখ্যা গরিষ্ঠ প্রার্থীরা নির্দিষ্ট তারিখের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ না করায় পুরুষ-মহিলাসহ ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাম মনির হোসেন জানান,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে নির্বাচনের জন্য অক্টোবরের ৪ থেকে ১২ মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা, ১৩ বাছাই, প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ ১৬, ২৯ অক্টোবর ভোট গ্রহণের তারিখ ধার্য্য করা হলেও নির্দিষ্ট তারিখের মাঝে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীগণ ছাড়া অন্য কোন প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। এতে প্রতিদ্বন্দ্বিতা করার মত কোন প্রার্থী না থাকায় ১৬ অক্টোবর অভিভাবক সদস্য পদে, জাহাঙ্গীর আলম সওদাগর, আব্দুল মান্নান ফরাজী, মহসিন আলম, রাকিবুল হাসান, সংরক্ষিত মহিলা পদে মোছাঃ জোসনা বেগম ও শিক্ষক প্রতিনিধি হিসেবে মহসিন আলম,নুরুল আমিন ও মনোয়ারা বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

সদ্য কমিটির নির্বাচিত সদস্য জাহাঙ্গীর আলম সওদাগর বলেন,আমি অভিভাবক সদস্য পদে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত এবং ২০২১ সাল থেকে অদ্য পর্যন্ত এডহক কমিটিতে দায়িত্ব পালন করি। আগামী ২ বছরের জন্য আবারও নির্বাচিত করায় সকল শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমার দায়বদ্ধতা বেশি। বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আমরা সকলে মিলে কাজ করে যাব।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page