
মোঃ সাফি।।
কুমিল্লা দেবিদ্বারে দীর্ঘদিন যাবত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি জমির মালিক আব্দুল মান্নান। উল্টো ড্রেজার মালিকদের হুমকী-ধমকির শিকার হয়েছেন তিনি।
জানা যায়, দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও, নোয়াপাড়া এবং মোহনপুর কুড়ুইনসহ আশেপাশের দুই থেকে তিনটি গ্রামে সাত থেকে আটটি ডেজার দিয়ে প্রতিনিয়ত জোরপূর্বক ফসলী জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি অসাধুচক্র।
জমির মালিকরা মাটি কাটার প্রতিবাদ করতে গেলে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে চক্রটি। এই বিষয়ে জমির একাংশের মালিক মোঃ আব্দুল মান্নান গত ১৮ অক্টোবর দেবিদ্বার উপজেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দেওয়ার পর থেকে প্রতিনিয়ত হুমকিতে আছেন মোঃ আব্দুল মান্নান।
তিনি বলেন অভিযোগ দেওয়ার পর থেকে আমাকে বিভিন্নভাবে হয়রানি এবং হুমকি দিয়ে আসছে মোঃ গিয়াস উদ্দিন এবং আলিম নামের দুই ব্যক্তি। তাদের ভয়ে আমি বাড়িতে প্রবেশ করতে পারতেছি না।
বৃহস্পতিবার সকালে আমি আবার উপজেলা প্রশাসন এর কাছে গেলে তিনি আমাকে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
এ বিষয়ে আলিম এবং গিয়াসউদ্দিন বলেন আমরা প্রশাসন এবং ভূমি অফিসকে ম্যানেজ করেই ড্রেজারার ব্যবসা করে আসছি, আমাদের কিছুই হবে ন।।
জমির আবদুল মান্নান কুমিল্লা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যাক্তিদের নিকট তার জমি রক্ষার্থে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।