যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই এখন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে- এমপি বাহার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখনো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি থামিয়ে দেয়া হয়েছিল। জাতিরজনকের সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারো এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের সুন্দর বাংলাদেশ বিনির্মানের জন্য বর্তমান সরকার কাজ করছে।

২০৪১ এর বাংলাদেশ বিনির্মান হলে স্বপ্নের সোনার বাংলার সুফল সকল নাগরিকেরা ভোগ করবে। জননেত্রী শেখ হাসিনার পক্ষে সকলকে অকুন্ঠ সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

সোমবার সকালে কুমিল্লা নগরীর ঝাউতলায় শহীদ শামশুল উদ্দিন রোডে নবনির্মিত দৃষ্টিনন্দন পানি ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, পানি উন্নয়ন বোর্ডের পূর্বঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মাদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মুহাম্মদ ওয়ালিউজ্জামানের সভাপতিত্বে এসময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারগন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষ অতিথিবৃন্দ ফিতা কেটে ভবনের উদ্ভোধন করেন। পরে নান্দনিক ভবনের বিভিন্ন দিক পরিদর্শন করেন। অনুষ্ঠানে কুমিল্লার রাজনৈতিক, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page