মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল গাফফার সুমন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. মনিরুল ইসলাম সঞ্চলনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্রস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক এস এম হেলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক কাওরান বাজার শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) এ.এস.এম মাহবুবুর রহমান হেলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, রাজকীয় সৌদি দূতাবাস এর সিনিয়র কর্মকর্তা মাওলানা মোঃ তাজুল ইসলাম, এসেফ্ট গ্রুফ এর পরিচালক সরোয়ার মোর্শেদ নান্নু, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় বিদ্যালয় থেকে জাতীয় শিক্ষা পদক-২০২২ এ উপজেলায় শ্রেষ্ঠ এসএসি সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল গাফফার সুমন ও শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় মোসাম্মৎ রোকেয়া বেগম কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন, কবির হোসেন, মর্জিনা আক্তার মুন্নি, রীতা রাণী দাস, বিদ্যালয়ের শিক্ষক মোসা: রোকেয়া বেগম, মোহাম্মদ মজিবুল ইসলাম, মো. সাইফুল ইসলামসহ, বিশিষ্ট সমাজ সেবক মো জয়নাল আবেদীন,সেবক মেম্বার ইসমাইল হোসেন বাবুল সহ অভিভাকবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page