আলমগীর হোসেন।।
দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৮জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাবেয়া সিএনজি পাম্পের নিকট মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে ৩ জন আহত হয়।
দুর্ঘটনায় বাইসাইকেল চালক ও স্বল্পপেন্নাই দিঘিরপাড় মাদ্রাসার ফাজিল বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হয়। তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মোটরসাইকেলে থাকা শুভ (১৮) ও আশিক (১৭) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, একটি মোটরসাইকেল যুগে ৩জন যুবক দাউদকান্দি থেকে গৌরীপুর যাচ্ছিল। রাবেয়া সিএনজি পেট্রোল পাম্পের নিকট গেলে একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৩ জন আহত হয়। আহতদের ফেলে চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এর মধ্যে বাইসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে গৌরীপুর-মতলব সড়কের বাড়িকান্দি এলাকায় সিএনজি অটোরিক্সা ও পিকআপের সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলো, শাহপরান (১৮) মাহিদুল (১৮), কামরুল হাসান (৮), রোমানা আক্তার (২৫) এবং কাজল (৪০)।
আরো দেখুন:You cannot copy content of this page