কুমিল্লায় গোমতী নদীর বেরীবাঁধে টাক্টর চাপায় অটোরিক্সা চালক নিহত

দেবীদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীর বেরীবাঁধে বেপরোয়া গতির ইট বোঝাই টাক্টরের চাপায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেল ৪ টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় গোমতী নদীর বেরীবাঁধের উপর ওই দুর্ঘটনা ঘটে। নিহত অটো চালক আবুল কালাম আজাদ (৩৫) লক্ষীপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র।

স্থানীয়রা জানান, ধারন ক্ষমতার অধিক ইট বোঝাই একটি দ্রুতগামী ট্রাক্টর সাইট না নিয়েই চলে যাবার সময় ব্যাটারী চালিত একটি অটো রিক্সাকে চাপা দিলে ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় অটোরিক্সাটি ছিটকে গিয়ে লক্ষীপুর গ্রামের মো. আলী হোসেন নামে অপর এক পথচারির উপর পরলে তিনিও মারাত্মক আহত হন। আহত আলী হোসেনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসব। ট্রাক্টরের চালকের বিরুদ্ধে রাতেই মামলা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page