০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অনিয়মের কারণে দুই হাসপাতাল বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ কুমিল্লায় প্রতিবেশীকে হাসপাতালে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় যুবক নিহত ‎ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল স্কাপসহ গ্রেপ্তার-১ ‎ব্রাহ্মণপাড়ায় মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্যে বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দুই যুবককে পিটিয়ে আহত দাউদকান্দি মডেল থানার ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী আটক কুমিল্লায় তেলে ওজন কম; পেট্রোল পাম্পে অভিযান জরিমানা আদায়

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৫

  • তারিখ : ০২:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 2

নেকবর হোসেন।।
কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে ১১ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে র‌্যাব।

র‍্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— জেলার বরুড়া থানার হরিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. সোহেল (২৮), একই জেলার চান্দিনা থানার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে মো. আরমান (২৭), একই জেলার কোতয়ালি মডেল থানার শাসনগাছা (মাস্টারপাড়া) গ্রামের লিটন মিয়ার ছেলে মো. রনি হোসেন (২৬), একই গ্রামের মো. মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)।
অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শনিবার গভীর রাতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল জেলার কোতয়ালি মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫,৩৭১শ পিস ভারতীয় আতশবাজি, ১৭শ পিস ভারতীয় মেহেদী, ১৮শ পিস ভারতীয় চকলেট, ১২৮০ পিস ভারতীয় তেল, ৩৫শ পিস ভারতীয় পাউডার, ৭২০ পিসসহ ৫ চোরাকারবারিকে আটক করে।

প্রাথমিক অনুসন্ধান ও চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী দেশে আনছিল। এরপর সেগুলো কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। বিষয়টি তারা স্বীকার করেছেন। এই বিষয়ে আটকদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৫

তারিখ : ০২:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

নেকবর হোসেন।।
কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে ১১ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে র‌্যাব।

র‍্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— জেলার বরুড়া থানার হরিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. সোহেল (২৮), একই জেলার চান্দিনা থানার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে মো. আরমান (২৭), একই জেলার কোতয়ালি মডেল থানার শাসনগাছা (মাস্টারপাড়া) গ্রামের লিটন মিয়ার ছেলে মো. রনি হোসেন (২৬), একই গ্রামের মো. মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)।
অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শনিবার গভীর রাতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল জেলার কোতয়ালি মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫,৩৭১শ পিস ভারতীয় আতশবাজি, ১৭শ পিস ভারতীয় মেহেদী, ১৮শ পিস ভারতীয় চকলেট, ১২৮০ পিস ভারতীয় তেল, ৩৫শ পিস ভারতীয় পাউডার, ৭২০ পিসসহ ৫ চোরাকারবারিকে আটক করে।

প্রাথমিক অনুসন্ধান ও চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী দেশে আনছিল। এরপর সেগুলো কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। বিষয়টি তারা স্বীকার করেছেন। এই বিষয়ে আটকদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।