নিউজ ডেস্ক।।
কুমিল্লা নগরীতে রোজাদার পথচারীদের মাঝে ইফতার তুলে দিয়েছে টিসিএ কুমিল্লা।
শুক্রবার ইফতারের আগ মুহুর্তে নগরের কান্দিরপাড় এলাকায় নিম্ন আয়ের মানুষ, পথচারীদের হাতে ইফতার তুলে দেয় টেলিভিশন ক্যামেরা জার্ণালিষ্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি সাইদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক তাওহীদ খন্দকার তপু, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনসহ সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদ খন্দকার তপু জানান, শুধুমাত্র টেলিভিশনের সিনিয়র কয়েকজন সাংবাদিকদের কাছ থেকে আর্থিক সহায়তায় এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন করেছে। আগামীতেও নিজেদের সার্মথ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকবে সংগঠনটি।