কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান গাঁজা উদ্ধার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার বলেশ্বর এলাকা থেকে বিপুল পরিমান এই গাজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কোতয়ালী মডেল থানার এ.এস.আই শিমুল পারভেজ, সঙ্গীয়ফোর্সসহ রাত ১০ টায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী ইউনিয়নের বলেশ্বর জামে মসজিদের পাশে কবরস্থান সংলগ্ন সড়কে ব্যারিকেড দেয়।

এসময় পুলিশের ব্যারিকেড টের পেয়ে দ্রুত গতিতে আসা (ঢাকা মেট্রো গ-২৫-৮২৪৩) প্রাইভেটকারটি ব্যারিকেডের পূর্বেই থামিয়ে অজ্ঞাতনামা ২ জন আসামী কবরস্থানের পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতর থেকে ৩টি প্লাষ্টিকের বস্তার মধ্যে ৭২কেজি গাঁজা উদ্ধার করে।

এই ঘটনায় গাড়ীর মালিকসহ অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page