কুমিল্লায় কাভার্ড ভ্যানে ধাক্কা; দুই ভাই নিহত

নেকবর হোসেন।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান চালাচ্ছিলেন বড় ভাই আর তাকে সহযোগিতা করছিলেন ছোট ভাই। এসময় আরেকটি কাভার্ড ভ্যানে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছেন দুজনই।

শুক্রবার (২১ জুলাই) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলা কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাভার্ড ভ্যানচালক আজিজুল হক (৩৪) ও হেলপার রবিউল হক (২৩)। তারা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে অপর একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানের চালক ও হেলপার (দুই ভাই) আটকে যান। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানে আটকে থাকা চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধাক্কা খাওয়া কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page