মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার দাউদকান্দিতে শিশু গৃহকর্মী মরিয়ম হত্যার দায়ে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত। এছাড়া ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এ রায় দেন। অতিরিক্ত সরকারি কৌশলী (পিপি) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিশু মরিয়ম বেগম (৭) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বীর পাইকসা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের মেয়ে।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন – ব্রাহ্মণবাড়ীয়া জেলার ভাদুঘর এলাকার মোঃ এনামুল এলাহী শুভ ও তার স্ত্রী নাদরাতুল নাঈম।
জানা যায়,২০২০ সালের ২৭ অক্টোবর রাতে শিশু গৃহকর্মী মরিয়ম বেগমকে শারীরিক নির্যাতন করে হত্যা করে ওই দম্পতি। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা করেন।
আরো দেখুন:You cannot copy content of this page