মোঃ বাছির উদ্দিন।।
(Human Chain For Palestine) ফিলিস্তিনি গনহত্যার প্রতিবাদে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ” এ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কলেজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফিলিস্তিনিদের উপর গনহত্যা বন্ধ কর, ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধ কর, ফিলিস্তিন জনগন তাদের আত্নরক্ষার অধিকার আছে, ফিলিস্তিন জনগন তাদের নিজের দেশে বাস করার অধিকার আছে এসব স্লোগান দেওয়া হয়।
এসময় কলেজের পক্ষ থেকে ফিলিস্তিনিদের জন্য আর্থিক সহায়তা করা হয় এবং সকলকে তাদের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ করা হয়।
এসময় কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী এর নের্তৃত্বে ও কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের, কলেজের সহকারি অধ্যাপক মানস কুমার রায়, সহকারি অধ্যাপক হুমায়ন কবির, সহকারি অধ্যাপক কবির আহামেদ, প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক লিপি সরকার, প্রভাষক জামাল হোসেন, প্রভাষক বশির আহামেদসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
আরো দেখুন:You cannot copy content of this page