কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় চোরাই গরু পাচারকালে ২ জন গ্রেফতার

মোঃ বাছির উদ্দিন।।
ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে গাভী গরু পাচারকালে ২টি গাভী গরু ও একটি ষাড় বাছুরসহ ২ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত ২ মে (বৃহস্পতিবার) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ এর নির্দেশে থানার এসআই শাহাবুর আলম সঙ্গীয় ফোর্স গত ২ মে (বৃহস্পতিবার) বিকালে উপজেলার শশীদল ইউনিয়নে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই গাভী গরু পাচার হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শশীদল হরিমঙ্গল-শশীদল সড়কের এমরান ব্রিক ফিল্ডের সামনে থেকে বাদামী রংয়ের দুইটি ভারতীয় গাভী গরু ও একটি ষাড় বাছুরসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- উত্তর তেঁতাভূমি মফিজুল ইসলামের ছেলে মোঃ তারিকুল ইসলাম (৪০) ও উত্তর নাগাইশ আব্দুল হান্নানের ছেলে মোঃ আল-আমিন (৩৩). তাদেরকে শুক্রবার সকালে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page