নেকবর হোসেন।।
০৯ আগষ্ট’ বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর, হাজীপুরা, চাটিতলা ও ইসলামাপুর গ্রামে স্থানীয় বিএনপি’ র পৃথক পৃথক জনসভায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রাক্তন দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক বলেন, অসংখ্য ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, তা ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন, বিএনপি’র নাম ব্যবহার করে, কোন অন্যায় ও অনৈতিক কর্মকান্ড করা হলে সংশ্লিষ্টদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করুন। তিনি দলীয় নেতাকর্মীদের লুটেরা ও দুর্নীতিবাজদের মতো আচরণ না করার জন্য উপস্থিত ছাত্র জনতার প্রতি আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন- মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’ র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ; জহিরুল ইসলাম, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি’ র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, যুবদল নেতা হাছান পাটোয়ারী, বিএনপি নেতা মীর হোসেন, সোবহান।
আরো দেখুন:You cannot copy content of this page