১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা নগরীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কুমিল্লায় মহাসড়কে কেটা ফেলা জায়গায় রোপণ করা হল ৬৪ বকুল গাছ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহত, পা হারালেন অপর বন্ধু কুমিল্লা বিএনপির মশালমিছিল ভারতের রিপাবলিক বাংলা টিভিতে আওয়ামী লীগের বলে প্রচার আগামী ৪ ডিসেম্বর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কুমিল্লায় ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাকে ডাকাতি, হাত-পা বেঁধে ১৫ গরু লুট শেখ হাসিনার ফাঁসির মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪

  • তারিখ : ১০:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • 48

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার শশীদলের নারায়ণপুর এলাকা দিয়ে সীমান্তা পার হওয়ার সময় তাঁদের আটক করে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন।

আজ বিকেলে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, মানব চোরাচালানকারী সদস্য মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকবাজার এলাকার মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মো. তারিকুল ইসলাম (২২)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ব্রাহ্মণপাড়া সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ২০৫৮/এম থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪

তারিখ : ১০:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার শশীদলের নারায়ণপুর এলাকা দিয়ে সীমান্তা পার হওয়ার সময় তাঁদের আটক করে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন।

আজ বিকেলে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, মানব চোরাচালানকারী সদস্য মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকবাজার এলাকার মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মো. তারিকুল ইসলাম (২২)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ব্রাহ্মণপাড়া সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ২০৫৮/এম থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।