ব্রাহ্মণপাড়ায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ বাছির উদ্দিন।।
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণপাড়া সীরাতুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আয়োজনে ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ২ টা থেকে এই সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এতে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন।

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মতিন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার।

বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, অধ্যক্ষ মাওলানা কবির আহমদ। বিশিষ্ট সুরকার হিসাবে উপস্থিত ছিলেন ওবায়দুল্লাহ তারেক, ঢাকা। এছাড়াও সাইমুম শিল্পগোষ্ঠী ও গোমতি শিল্পগোষ্ঠী ইসলামি সংগীত পরিবেশন করে।

মাহফিলে মুসলিম তাওহীদে জনতাকে আসায় সিরাতুন্নবী (সাঃ) উদযাপন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page