কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় স্বপন আহমেদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্বপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।

শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুর (বাল্লক) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপন আহমেদ বাল্লক এলাকার মৃত সুলতান আহামেদের ছেলে। মোফাজ্জল হোসেন সোহেল নামে আরেকজন গুরুতর আহত অবস্থায় ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

নিহত স্বপন আহমেদের ভাই আকতার হোসেন জানান, ঘটনার দিন সকালে পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার কইকলা এলাকায় আমার চাচাতো ভাই শাহ-জালালের সাথে অভিযুক্ত আমাদের পাশের রামচন্দ্রপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে সালাউদ্দিনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সালাউদ্দিন ও তার ভাই আবুল হোসেন, আনোয়ার, উজ্জ্বল, দেলোয়ার, জহির, রহমতুল্লাহ, আবুল হোসেনের শাল্যক রবিউল হাসান ও তার ভাই আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহ-জালালের বাড়িতে হামলা চালানোর উদ্দেশ্যে আসে।

এসময় হামলাকারীদের দেখে শাহ-জালাল বাড়ির পাশের একটি বাগানে গিয়ে লোকালে সেখানে গিয়ে হামলা চালায় হামলাকারীরা। এসময় শাহ-জালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও স্বপন আহমেদ বাঁধা দিলে হামলাকারীরা তাদের উপর হামলা চালায়। এসময় তাদের দুজনকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্বজনরা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বপন আহমেদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মোফাজ্জল হোসেন সোহেলের অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মোফাজ্জল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান মোফাজ্জল হোসেনের পরিবার।

এবিষয়ে জানতে চাইলে এসআই আনিসুর রহমান বলেন, নিহত স্বপনের মরদেহ থানায় নিয়ে আসে। থানায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি৷ মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি বর্তমানে ঘটনার স্থলে আছি। তবে স্বপন আহমেদ নামে এক জন নিহত হয়েছে। মোফাজ্জল হোসেন সোহেল নামে আরেকজন গুরুতর আহত হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page