নতুন সাজে সেজেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পিএ চত্বর

কুবি প্রতিনিধি।।
দেশের একমাত্র লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রাঙ্গণ ৫০ একরের মধ্যে সীমাবদ্ধ হলেও এর আশেপাশের প্রতিটা জায়গা নিখুঁতভাবে সাজানো।ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ সহ সকল জায়গা সবাইকে মুগ্ধ করে। এর মধ্যে অন্যতম পিএ চত্বর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লোক প্রশাসন বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠানের শিক্ষকদের উদ্যোগে ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় নির্মিত ‘পিএ চত্বর’ উদ্ভোধন করা হয়।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজেদের কাজ ও মেধা দিয়ে এই চত্বরটি সাজিয়েছেন, যা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিলনমেলার নতুন কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পূর্ব পাশে পিএ চত্বরটি অবস্থিত।এই আয়োজনের অংশ হিসেবে পিএ চত্বরে নতুন সাজ আনা হয়। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এটি সজ্জিত করেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। সবাই একসাথে কাজ করার ফলে সিনিয়র-জুনিয়রের সম্পর্ক আরো দৃঢ় হয়।তাদের নিজেদের মনের মতো করে সাজিয়ে নিয়েছে এই চত্বর।

কুবি পিএ চত্বর সম্পর্কে লোকপ্রশাসন বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী তাসলিমা আক্তার জানান,”আমি শুরুতেই বলতে চাই আমাদের ডিপার্টমেন্টের একটা স্বতন্ত্র চত্বর আছে এইটা আমাদের গর্বের বিষয়। চত্বর উদ্ভোদন এর জন্য সাজানো গোছানো আলপনা করা রঙ করা সব কিছুই স্বপ্নের মতো ছিল। আনন্দের সাথে এই স্বপ্নের কাজে অংশগ্রহণ আমাকে আত্মতৃপ্তি দিয়েছে অনেক। তারপরে তো এই চত্বর উদ্ভোদন আর চড়ুইভাতি সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের সুন্দর কিছু স্মৃতি জমা হলো।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পিএ চত্বরটি ক্যাম্পাস জীবনের স্মৃতিময় মুহূর্তগুলোকে আরও সমৃদ্ধ করবে এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সিনিয়র ও জুনিয়রদের এই সম্মিলিত প্রচেষ্টা কুবির শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page