মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান (Food and agriculture organization of the united nations) এর অর্থায়নে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কার্য্যালয়ে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান (Food and agriculture organization of the united nations) এর উদ্যােগে এই গো-খাদ্য বিতরণ করা হয়।
এতে উপজেলার ৫২৭ জন বন্যায় ক্ষতিগ্রস্থ ডেইরি খামারীদের মাঝে ৩টি ব্যাগে ২৫ কেজি করে ৭৫ কেজি রেডি ফিড বা আদর্শ খাদ্য বিতরণ করা হয়। উপজেলার ৬ টি ইউনিয়নের ৫২৭ জন খামারীদের মাঝে জনপ্রতি ৭৫ কেজি করে ১৯ হাজার ৭২৫ কেজি রেডি ফিড বা আদর্শ খাবার বিতরণ করা হয়।
জানা যায়, রেডি ফিড বা আদর্শ খাবারে দুধের উৎপাদন বাড়বে, দুধের পুষ্টি বাড়বে। গো-খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান। এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জোহরা খাতুন, কৃষিবিদ ফিড লিমিটেডের রিজিওনাল ম্যানেজার রাসেল খান, মাঠ সহকারি লুৎফারুল হক, আবু কাউছার, হাবিবুর রহমানসহ খামারীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান বলেন, ভয়াবহ বন্যায় এই উপজেলায় প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
এসব ক্ষতি কিছুটা পুষিয়ে উঠতে ক্ষতিগ্রস্থ খামারীদের গো-খাদ্য বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাথে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান (Food and agriculture organization of the united nations) এর অর্থায়নে উপজেলার ৫২৭ জন খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page