মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান (১০৫) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাদ আসর উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে চারিপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করেন স্বজনরা।
এর আগে ওই ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। গার্ড অব অর্নার প্রদান করেন উপপরিদর্শক (এসআই) শিশির ঘোষের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল।
মরহুমের পরিবার জানায়, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বার্ধক্যজনিত কারনে গত সোমবার (২ ডিসেম্বর) রাত ১১ টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃতুকালেন তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
তাঁর জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page