নেকবর হোসেন।।
অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকারই সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে এসেছেন তিনি। তিনি শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে কায়কোবাদ সাংবাদিকদের বলেন, শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবে না। জনগণকে রক্ষা করতে হবে।
কায়কোবাদ মন্তব্য করেন, ১৯৯৬ সালে ইসলামি দলগুলো ভুল না করলে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসতে পারত না।
তিনি নেতাকর্মীদের তারেক জিয়ার আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, “যদি দলের কেউ অসৎ আচরণ করে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”
প্রসঙ্গত, কুমিল্লা-৩ আসন থেকে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কায়কোবাদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
আরো দেখুন:You cannot copy content of this page