ঢাকা অভিমুখী বাস সেবা চালুর দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে ঢাকা অভিমুখী বাস সেবা চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপাচার্যের বরাবর স্মারকলিপি প্রধান করেন শিক্ষার্থীরা।

ঢাকায় সপ্তাহে একদিন (শুক্রবার অথবা শনিবার) বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন জরুরি কাজে নিয়মিত ঢাকায় যাতায়াত করতে হয়। ঢাকা দেশের রাজধানী হওয়ায়, চাকরির আবেদন, পরীক্ষা, সেমিনার, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ কাজে একটি কেন্দ্রবিন্দু। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো বাস সেবা না থাকায় শিক্ষার্থীরা সময়মতো এসব কার্যক্রমে অংশ নিতে এবং সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে নানা সমস্যার সম্মুখীন হয়।

এতে আরো বলা হয়, ঢাকায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন বিতর্ক, রচনা প্রতিযোগিতা, কুইজ, এবং গবেষণা উপস্থাপনায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে। একইসঙ্গে, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং শিক্ষা বিষয়ক সেশনে অংশগ্রহণ শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এবিষয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. রাসেল মিয়া বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ঢাকা -কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু করা, এতে করে চাকরি প্রার্থী থেকে শুরু করে সকল সাধারণ শিক্ষার্থীদের রাজধানীর সাথে সংযোগ বৃদ্ধি পাবে। এছাড়াও যেকোনো প্রয়োজনীয় জিনিসের জন্যে ঢাকাগামী হওয়া প্রয়োজন হয় অনেক সময়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page