মনির হোসাইন।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার মেসার্স এ,বি সি ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীপুড় পূর্ব ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাঁখরনগর গ্রামে অবৈধ এ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সক্রিটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব খাঁন।
ইটভাটার লাইসেন্সসহ সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ইটভাটার চিমনি স্থাপনা ভেঙে দেওয়া হয়।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ সাকিব খাঁন বলেন, লাইসেন্সসহ, পরিবেশসহ অন্যান্য কোন অনুমোদন কাগজ পত্র না থাকায় ইটভাটাটি চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ এ বি সি ব্রিকস এর স্বত্বাধিকারকে একটি মামলা ও ১ লক্ষ্য টাকা অর্থদণ্ড করা হয়েছে উপজেলার অবৈধ ইটভাটা স্থাপনার বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরো দেখুন:You cannot copy content of this page