০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেল্পারের মৃত্যু সম্পাদকের কৌশলেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে : শোকসভায় বক্তারা বুড়িচংয়ে ফুটপাত দখল উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান; জরিমানা আদায় হয়রানি কমাতে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করা হবে -ইউএনও তানভীর হোসেন কুমিল্লায় গাউসিয়া কমিটির উদ্যোগে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে এমপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের মতবিনিময় দাউদকান্দিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট, জরিমানা ও যানবাহন জব্দ কুবির দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জিল্লুর, সাধারণ সম্পাদক মামুন মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থী মারুফা নিখোঁজ, পরিবারে উদ্বেগ

কুমিল্লায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

  • তারিখ : ০৪:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • 36

নেকবর হোসেন।।
কুমিল্লার হোমনায় মো. বিল্লাল মিয়া (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরিবারের অভিযোগ, বিল্লালকে তাঁর মাদকসেবী সঙ্গীরা বাড়ি থেকে ডেকে নিয়ে করে হত্যা করেন।

আজ রোববার সকালে উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামের বাসিন্দা নাজিমের বাড়ির পাশ থেকে বিল্লাল মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি বড় ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে।

বিল্লালের বাবা জামান মিয়া জানান, তাঁর ছেলে গ্রামের মাদক কারবারি ও মাদকসেবী জসিম, বদু, নজরুল, ছানোয়ারসহ কয়েকজন খারাপ লোকের সঙ্গে চলাফেরা করত। তাঁদের সঙ্গে একদিন না গেলেই বিল্লালকে মারধর করা হতো। ছেলে অটোরিকশা চালাত। এরপর সে বাড়ির আলাদা ঘরে একা থাকত।

জামান মিয়া বলেন, শনিবার রাতে বিল্লাল বসতঘর থেকে রাতের খাবার খেয়ে আলাদা ঘরে থাকতে যায়। সেখান থেকে জসিম, নজরুল, বদু, ছানোয়ারসহ মাদকসেবীরা তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর আজ সকালে লোকজন এসে জানায়, গ্রামের নাজিমের বাড়ির পাশে রাস্তার ধারে আমার ছেলের গলাকাটা লাশ পড়ে আছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘বিল্লালের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর স্বজনেরা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।’ হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

error: Content is protected !!

কুমিল্লায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

তারিখ : ০৪:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লার হোমনায় মো. বিল্লাল মিয়া (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরিবারের অভিযোগ, বিল্লালকে তাঁর মাদকসেবী সঙ্গীরা বাড়ি থেকে ডেকে নিয়ে করে হত্যা করেন।

আজ রোববার সকালে উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামের বাসিন্দা নাজিমের বাড়ির পাশ থেকে বিল্লাল মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি বড় ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে।

বিল্লালের বাবা জামান মিয়া জানান, তাঁর ছেলে গ্রামের মাদক কারবারি ও মাদকসেবী জসিম, বদু, নজরুল, ছানোয়ারসহ কয়েকজন খারাপ লোকের সঙ্গে চলাফেরা করত। তাঁদের সঙ্গে একদিন না গেলেই বিল্লালকে মারধর করা হতো। ছেলে অটোরিকশা চালাত। এরপর সে বাড়ির আলাদা ঘরে একা থাকত।

জামান মিয়া বলেন, শনিবার রাতে বিল্লাল বসতঘর থেকে রাতের খাবার খেয়ে আলাদা ঘরে থাকতে যায়। সেখান থেকে জসিম, নজরুল, বদু, ছানোয়ারসহ মাদকসেবীরা তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর আজ সকালে লোকজন এসে জানায়, গ্রামের নাজিমের বাড়ির পাশে রাস্তার ধারে আমার ছেলের গলাকাটা লাশ পড়ে আছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘বিল্লালের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর স্বজনেরা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।’ হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।