মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়ন এলাকা থেকে বডিফিটিং অবস্থায় গাঁজা পাচারকালে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন এর নির্দেশে থানার (এসআই) অমর্ত্য মজুমদার সঙ্গীয় ফোর্স শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তায় বোরকা পরিহিত এক মহিলা যাবার সময় সন্দেহ হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিলা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে আটক করা হয়। মহিলা পুলিশের মাধ্যমে তাকে তল্লাশী করলে বডিফিটিং অবস্থায় ৩ কেজি গাঁজাসহ দক্ষিণ চান্দলা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মোসাঃ জোনাকি আক্তার (১৯) আটক করে থানায় নিয়ে আসে।
শনিবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।