মনোয়ার হোসেন।।
প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. কামরুল হুদা। এই দিনটি প্রতি বছর চৌদ্দগ্রাম বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। রং বেরঙের গেইট, ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় পুরো এলাকা।
উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে কামরুল হুদার নিজ বাড়িতে ঈদুল ফিতরের দিন সোমবার (৩১ মার্চ) সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার, সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক নুুরুন্নবী পাটোয়ারী নুরু, সাবেক সহ সাধারণ সম্পাদক শাহীন রেজা, এনামুল হক চুট্টু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক খন্দকার আল আমিন খোকন, চৌদ্দগ্রাম শহীদ জিয়া স্মৃতি সাংসদের সভাপতি ডা: আনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী শহিদ, দেলোয়ার হোসেন দুলাল পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মিঞা মো. জোবায়ের হোসেন, সদস্য সচিব মো. শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের মজুমদার, শহীদুল ইসলাম, আবুল হাসেম, নুর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম শামীম, শরীফ হাসান, চৌদ্দগ্রাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া জসিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজু, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ দাউদ, উপজেলা ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, ফখরুল ইসলাম, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক সুজন রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম হোসেন অনিকসহ চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, কৃষকদল, মৎস্যজীবী দলের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. কামরুল হুদা বলেন, ‘চৌদ্দগ্রামে আজ বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এরা কখনো অন্য দলের হয়ে কাজ করে না। কিন্তু ষড়যন্ত্রকারীরা সব সময় অন্যদলের হয়ে কাজ করছে। চৌদ্দগ্রামের সর্বস্তরের নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরো দেখুন:You cannot copy content of this page