১১:০১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাণীপ্রেমীদের মিলনমেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লায় ৫ মিনিটের ঝটিকা মিছিল, ছাত্রলীগ, যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার কুমিল্লায় টানা ৪০ দিন নামাজ পড়ায় শিশুদের হাতে বাইসাইকেল ও কোরআন

কুমিল্লায় মন্ত্রীর মেয়ের জন্মদিন পালন; ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

  • তারিখ : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • 140

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের মেয়ের জন্মদিন পালন ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ায় এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাগমারা বাজারে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম মনির হোসেন (২৩)। তিনি উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের শিকারপুর গ্রামের করিম আলীর ছেলে ও একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের বাড়ি সংলগ্ন জামান ফিলিং স্টেশনের সামনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাফিসা কামালের জন্মদিন উপলক্ষে কেক কাটেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। সে সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের নাম ধরে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগ নেতা মনির হোসেন।

আরও জানা গেছে, মঙ্গলবার বিকেলে কেক কাটা ও স্লোগানের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক কামরুল হাসান লোকমান ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা শরিফ হোসেন সোহেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বাগমারা বাজারে ধাওয়া করে ছাত্রলীগ নেতা মনির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনির হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৩ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় মন্ত্রীর মেয়ের জন্মদিন পালন; ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

তারিখ : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের মেয়ের জন্মদিন পালন ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ায় এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাগমারা বাজারে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম মনির হোসেন (২৩)। তিনি উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের শিকারপুর গ্রামের করিম আলীর ছেলে ও একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের বাড়ি সংলগ্ন জামান ফিলিং স্টেশনের সামনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাফিসা কামালের জন্মদিন উপলক্ষে কেক কাটেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। সে সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের নাম ধরে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগ নেতা মনির হোসেন।

আরও জানা গেছে, মঙ্গলবার বিকেলে কেক কাটা ও স্লোগানের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক কামরুল হাসান লোকমান ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা শরিফ হোসেন সোহেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বাগমারা বাজারে ধাওয়া করে ছাত্রলীগ নেতা মনির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনির হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৩ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।